দুর্ঘটনায় বাসযাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের উদ্যোগ

Passenger Voice    |    ০৪:০৩ পিএম, ২০২৪-০২-২২


দুর্ঘটনায় বাসযাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের উদ্যোগ

সড়ক দুর্ঘটনা, মহাসড়কে ডাকাতিসহ যেকোনো দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাসের যাত্রীদের তাৎক্ষণিকভাবে সহযোগিতা পাইয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওন।

এ লক্ষ্যে যাত্রীবাহী বাসের ভিতরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্প লাইনের নম্বর যাত্রীদের নিকট দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ফরিদপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্পলাইন নম্বর সম্বলিত স্টিকার বাসের দৃশ্যমান স্থানে লাগিয়ে দেওয়া হয়।

হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন ১০০ টি বাসের নম্বর সম্বলিত স্টিকার পরিবহন কর্তৃপক্ষের নিকট তাদের বাসের ভিতরে লাগানোর জন্য হস্তান্তর করেন।

ইতোমধ্যে ফরিদপুর জেলার বাস মালিক গ্রুপের নেতৃবর্গকে যাত্রীবাহী বাসের ভিতরে স্টিকার লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহিনুর আলম খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এর মাধ্যমে বাসের যাত্রীগণ যে কোন প্রয়োজনে এবং দুর্ঘটনার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং হাইওয়ে পুলিশের হেল্প নম্বর সহজেই জানতে পারবেন।